প্রতিমা
আজ পাহাড়ের নাম শরনীকা
তার চূড়ায় পর্দ্রাপনের নেশা
আজ নদীর নাম শরনীকা
পাহাড়ি ঝর্ণার নাম শরনীকা
সবুজ বন নীল শাড়ির আকাশের নাম আজ শরনীকা
প্রাকৃতিক লাবণ্য ঘেরা
সব আজ একই নামে মিলিত
শরনীকা.............
আজ এই জ্যোৎস্না গেরা রূপালী চাঁদের হিমশীতল রাতে
দূর থেকে ভেসে আসে
মাধুরী আকুল করা কন্ঠে শরনীকা.........
আজ সকল রূপ-যৌবন বেস্তে দিয়ে
শত কালের শত আবেগ মুড়ে নিয়ে
তুমি উপমার এক প্রতিমা হয়েছো
তুমি সকল কালের সকল প্রেমিকের
তুমি শরনীকা..........
১১_০৯_২০১৫