আমি কারো কবি হতে চাইনি।
কারো প্রেম, কারো ভালবাসায়,
নিদ্রাহীন রাত চাইনি,
আমি প্রেমিকার ওস্ট প্রদেশ,
পলকহীন চোখের আকূলতা চাইনি,
আমাই নিয়ে।

আমি একটি কবিতা ও চাইনি,
প্রেমিকার ভূপ্রশংসায় কিবা বেদনায়।
দিস্তায় দিস্তায় পাতা ক্ষয়।।

আমি শ্যামল ছায়া মাখা সকাল
তিন কাঞ্চনের ফুল ছেয়েছি
যেখানে গিরিপথের ঝর্ণা জলে শরীর বেজে।

চারদেয়ালের সময় পেরিয়ে
ক্যালেন্ডারে তাল মিলিয়ে বাড়ি ফেরা,
আমি কারো অপেক্ষার পাত্র হতে চেয়েছি, কবিতা নয়।

কবিতা সেতো প্রেমিকার জিভের জল
আমি শুষে নিয়েছি, আজ ফুরিয়ে গেছে তা,
কারো কবি নয়, কারো প্রেমিক হতে চেয়েছি।

২৮_৫_২০১৫