আজ কাল দিন রাত বেদনায়
ভালোবাসার অভাবে হ্নদয়ের
দুরারোগ্য বেদি
সময় যখন পুরায়
মনের তখন শিশু কাল ,,
চাহি দার বালাই নেই ,,
প্রেমের বাজারে কোলাহল
নির্জনে বনো বাসে ভালোবাসা,ভালো থাকা।
এই শেষ অস্ত সময়
মন চায় চুমু খেতে ,,
প্রেমিকার হাত হাতের
তালু চেপে ধরতে ,,
ওষ্টে জলে ভিজে থাকতে ,,
কি বিস্ময় বিশ্বাস
প্রেমে প্রেমিকায়,
জগতের এই সহজ চাওয়া ,
না পাওয়ায় ও তো অস্ত গেছে
কত নদী সমুদ্রে ,,
শত শতাব্দী ধরে
বিজ্ঞান এর বাইরে
জীবনের পর জীবন চলে যাচ্ছে ,,
প্রেমে
ভালোবাসায় রাগে ক্ষোভে
অভিমান অভিযোগে ,
প্রেমিকের প্রেমিকার
🗓️৯_৩_২০২০ ইং