আমি ভালো নেই, তুমি ভালো থাকো।
ক্ষত সারেনি, প্রলেপ পড়েছে। আত্ম অহংকার তোমার চরণে লুটাক।

নিজেকে যতটা পেরেছি লুকিয়ে রেখেছি,
তোমার জন্য ক্ষমা আত্মা থেকে আসে না।
কি নোংরা স্বার্থপর আমি, তাই না.
সকল স্বপ্নের তাজমহল ভেঙে,
আমিও চেয়েছি সংসারী হতে ।
তোমাতে লুটাতে চেয়েছি,

আত্মসমালোচনা করার অনেক কিছুই আছে।
আমি ভালোবাসাকে প্রাধান্য দিয়েছি ।
তুমি স্বার্থপর ছিলে না , আমি মিথ্যে বলব না।
সত্য হলো, তুমি তোমাদের উর্ধ্বে ছিলে না।

আমি বড্ড হিংসুটে হচ্ছি দিনকে দিন,
তোমার সংসারের সুখ, পুত্র সন্তানের খবর,
আমাকে আরো বেশি বিষিয়ে তুলছে,
কি নোংরা মন্দ আমার এ হৃদয়।
অভিশাপ দিচ্ছি আমিও,
পচন ধরে যাক।

এ হৃদয় হয়তো ভালবাসতে জানে না।
অন্যরা না বুঝলেও বুঝেছে তোমার ইন্দ্রিয়।

#অভিশপ্ত_প্রেম
১৩_৯_২০১৯