আমি বরং খোকা সেজেই থাকি
বাবার ঘরে মায়ের সংসারে।
তুমি যখন প্রেমিকা..... ই হবে না,
বৌ সেজে যাও অন্য কারো ঘরে।
আমি বরং একা রাস্তা...ই হাঁটি
আকাশ দেখেই সাগর পাড়ি,
নারী ভেবেই নদী আঁকি,
তুমি যখন সঙ্গ....ই দিবেনা
জলের সাথে...ই সঙ্গম করে চলি।
আমি বরং কবি সাজি.....
কাব্য আঁকি ছবি লিখি।
তবে তুমি সংসারি হও,
ও সব রে ভাই আরো জ্বালা,
কবিতা
২_১_২০২০