অবুঝের প্রেম
হৃদয় ব্যথায় কাতর
রাত দিন সমান নিস্তব্ধতায়
নিজেকে প্রশ্ন করা যায়
অযুত লক্ষ বার
উত্তর আর ফিরে না
বলছি আমার শেষ প্রেমের কথা
তারপর আর প্রেম জাগে নি হৃদয়ে
সেই প্রথম প্রেম আমার
এ নিয়ম কভু কখনো
প্রেমিকের পক্ষে ছিল না
প্রেমিকারা কবিতা হয়ে রয়ে যায়
ভাঙ্গা ডেক্স এর উষ্ক কাগজে
কার্বন কাগজে আঁকা ছবিতে
রেখে যায়
খাতার শেষ পৃষ্ঠা ছিঁড়ে লেখা
চিরকুট চিঠি কিংবা ছন্দ কথা
তারপর
বেদনাসিক্ত হয়ে কেউ কেউ তো
সার্থক কবি হয়ে ওঠে
প্রেমিকারা আর উপমা হয়ে
উঠতে পারেনি পারে না।
১২_৬_২০১৯
কবিতা
ক্রমিক নং_৯০৫