কবিতা হচ্ছে স্বর্গীয় সুধা , এটা খুবই তিপ্ত , আপনাকে অনুভুতির সাগরে ভাসাবে ডোবাবে ,
না কভু দেখা হয়েছে না কভু তৃষ্ণার্ত হৃদয় কে শীতল করা হয়েছে ,
কবি হচ্ছে রাক্ষস অন্তত পক্ষে নারীর ক্ষেত্রে ভালোবাসার ক্ষেত্রে প্রেমের ক্ষেত্রে, কোন রূপবতী নারী এর হৃদয় কে শীতল করতে পারেনা , ভালোবাসার এক অতৃপ্ত তৃষ্ণা এ হৃদয় থেকে যায় ,
আপনি যদি কবির হন , তাহলে আপনি নারীর নয় । আপনি যদি নারী হন তাহলে আপনি কবি নয় কবিতার ।। কবি একান্ত কোন নারীর নয় ,
শরিরের হয় ,
আপনি কবি মুগ্ধ হয়েছেন নারী তে,
ভেঙ্গেছেন এবং গড়েছেন, এটাই হচ্ছে আপনার প্রেমের কবিতা , যখন সব হারিয়েছেন তখন মানবতাবাদি,
যখন নিজের অসহায়ত্ব অনুভব করছেন ,
তখন অন্য কোন প্রেমের খোঁজে ,
জাগতে পারে দেশ ফুল ফল পাখি নদি সাগর পাহাড় , অবশ্য এসবের জন্য কবি হওয়া তো আগে চাই !!
কবি হতে সবার আগে ভাব এবং ভাবাই এর মধ্যে আসতে হয় , কবিতা তার ও অনেক পরের বিষয় ,
কে বলেছে কবি হতে কবিতা লিখতে হয়,
ভাবো ভাবাও !!
জগতের সকল নারী দিয়ে ও তুমি ,
কবি মনের প্রেমের ক্ষুধা নিবারণ করতে পারবেনা ,
নারী কেন আসবে ??
কবি তার ও উর্ধ্বে ,
লিঙ্গহীন !!