কস্মিন-কালেও ভাবিনিকো ভুল-ক্রমে
আমার জন্মের ভূমে,
ফের আগুনের নিল-চাষ ;----
দাউ দাউ পুড়ে যাবে নিকুঞ্জ-নিবাস ।

আমাকে বিশ্বাস করো, কক্ষনো ভাবি-নি;
বেমালুম বনিকেরা কোপ্তা-স্বাদে খাবে ;
           মাতৃ-দুগ্ধে-পালা,
খুকুর খেলার সংগী বাঘ-বিড়ালের ছানা
          উঠানে কলঙ্ক-কারখানা;---
রুদ্ধ হবে, রুদ্ধ হবে, গন্ধ হবে শ্বাস,
কর, চক্ষু-বুজে কর আমাকে বিশ্বাস !

আমি কি চেয়েছি ? -----
কবরের জমি কেটে নিষিদ্ধ-ক্যাসিনো?
একি, বরফি দেশের বরফের মতো
সাদা-সাদা বালিকার নেল-ডান, নেল-ডান ;
নখের শখের খেলা? বেশরম তরুণী ত্বকের
যত্র-তত্র, গ্যাংস্টারের সাংকেতিক, ন্যাংটা-ট্যাটু ?
বিভ্রান্তির অপচয় ? ভেল্কির ভন্ডামি ? ---

আমার শুধুই ভয় করে !
ঘুমাতে পারি না আমি, ঘুমাতে পারি না !--
শুধু ভয় করে , ভয় করে !---
স্মৃতির মিনার ভেঙে কবে যেন কারা
গড়ে নেবে, ইংলি-হিন্দি রাম-পাল পাঠশালা;
না জানি কখন, খামচি-মেরে কেড়ে নেবে
রক্ত- কষ্ট- সৃষটে রাঙা, ঊন-পঞ্চাশ বর্ণ-মালা।