মন, এ-মন আমার, বড় আউলা আউলা লাগে !
সময়ও হয়েছে সে, হল্লা-কারি মহল্লা-সন্ত্রাসী;
হঠাৎ করোনা প্যান্ডামিক;--বেমালুম ইঁদুরের
গর্তে লুকিয়েছি ভীত-মুখ---আউলা আউলা লাগে।
মাথার মোড়োকে মাথা, বোধের ভিতরে বোধ,--নেই;
স্বপ্নের গহিনে স্বপ্ন, ইচ্ছের অতলে ইচ্ছে--নেই;
প্রেমের প্রগাঢ় প্রেম, হৃদয়ের ভালোবাসা,--নেই;
উপেক্ষা, আবেগ-বেগ, দ্বিধা-সত্তা-পীড়া,ক্ষোভ--নেই
সব ক্রোধ, সব হিংসা মানুষে মানুষে দীক্ষা-দ্রোহ,
দেবতার মতো তপ্ত অহংকার ধুলায় মিশেছে;--
মন ভালো নেই , কেউ ভালো নে্ই,,মন ভালো নেই
কেউ ভালো নেই ;--অ-কালের কালে, কেউ কি এ-ভাবে
পারে কি থাকতে ভালো? না-না, নেই, কেউ ভালো নেই ।
sp
এ-কেমন অনাহুত অগ্নিতে ভীষণ হয়েছি নিক্ষিপ্ত ;
এ-কেমন বিধি-লিপি?—নাকি সে শাস্ত্রের অপব্যায়?
কেনো যে হোলো--কোন সে ঘৃণ্য-অপবাদ-অপরাধে?
কী করে যে হোলো—আমাদের কালে ব্যাধির বিধান ।
আমরা তো কোনোদিন ভাবি নি-তো জীবন এমন!
আমরা তো কখনও চাই নি-তো এমন জীবন !
মন,আমদের মন শুধু আউলা আউলা লাগে;
মন, বিচলিত মন,থেকে থেকে ডুকরায়, কাঁদে,
ডুকরে ডুকরে ওঠে হৃদি;--আউলা আউলা লাগে ।
বৃক্ষ,পত্রাদি,দিগন্ত প্রসারিত সবুজের সমারোহ
নক্ষত্র-চাঁদের আলো, পাহাড়ের ওপারে পাহাড়
বহতা-নদীর চলা, নিরোবোধি সাগরের ঢেউ ,
মাটির মহিমা,পাখি; পাখিদের জাগানিয়া গান,
এই সব আমাদের প্রিয়-প্রিয়তমা প্রতিবেশ
হয়-তো কুশলে কিংবা ভালো নেই আমদের মতো;
কেউ ভালো নেই; মন ভালো নেই; কেউ ভালো নেই;
রাজাও নেই; রানিও নেই;--নেই; কেউ ভালো নেই ।
মন, এ মন আমার,শুধু আউলা আউলা লাগে;
সাজানো বিশ্বটা আজ বড় আউলা আউলা লাগে;
সভ্যতার স্বরলিপি-ছন্দ আউলা আউলা লাগে;
মানবতা, বিবেকের বোধ আউলা আউলা লাগে।
আমদের বিচলিত মন;-- আউলা আউলা লাগে।
( কবতাটি যারা আবৃত্তি কোরতে চান -তাদের জন্যে অনুরোধ – কোরাসের মতো কিছুটা হতাশ কিছুটা করুণ আবেগে সমবেত এবং কিছু লাইন প্রয়োজনে একা কন্ঠে পড়তে হবে; ১৮ মত্রার অক্ষর মাত্রিক ছন্দে লেখা কিন্তু মাত্রা-বৃত্তের ধীমা তালার ঝোঁক ভংগি রক্ষিত ;--প্রথম ৮ মাত্রার ভগে ঝোঁক বাড়িয়ে তার পর কমিয়ে, আবার ঝোঁক বাড়িয়ে ঢেউ এর মতো তরঙ্গায়িত করতে হবে ; দু -একটা লাইনে প্রথম ৮ মত্রা আলদা করা সম্ভব হয় নি যেমন –প্রথম প্যারার ৩য় লাইন – ১ হঠাত করোনা প্যান্ডা/মিক;--বেমালুম ইঁদুরের ,২ কী করে যে হোলো আমা/দের-- কালে ব্যাধির বিধান ।-- যতি পর্যন্ত আলাদা পড়লেই হবে। যেহেতু আমি আবৃত্তি করি এ-কারণেই উল্লিখিত উক্তির উচ্চারণ। ) জুন ১৮, ২০২০