চুম্বনের মতো বাংলাদেশ, প্রিয়তমা আমার স্বদেশ
যদি প্রতিশ্রুতি দাও;--মায়ের হাতের বাস্মোতি চালের
গরম ভাতের, স্বাধীনতা ভাগে;—
আমার ভাগ,--আমাকে দেবে,---আসবো;
বাংলার বালক ফিরে,---বারেক বাংলায় ।
sp
যদি প্রতিশ্রুতি দাও; সাত-পুরুষের ভাষার-জমিন;
প্রতিটি অক্ষর, বর্ণমালা, ধ্বনি; দাগ-দলিলের খতিয়ান
আমাকে বুঝিয়ে দেবে,--যদি প্রতিশ্রুতি দাও;আর
কোনোদিন কোনো জননীর বুক শূন্য কোরবে না;--
প্রিয়তমা আমার, তোমার প্রতিশ্রুতি পেলে--এই প্রবাসের
চাট্নির মতো লেহন করা নাগরিক সব বেনিফিট,
ডলারের মতো দামি ঋনমুক্ত বাড়িগাড়ি,
আধেক শ্রমে, আধেক প্রেমের মধুরতম;
সোনার বসা-সংসার,--আমার মাখোন;
উপেক্ষায়-তুচ্ছতায় ছুঁড়ে---যদি প্রতিশ্রুতি দাও
প্রিয়তামা, আবার আমি তোমার হবো ।
sp
যদি প্রতিশ্রুতি দাও; বাংলার দৈনিক পত্রিকার,
কবিতা-মূর্খ সাহিত্য সম্পাদক মণ্ডলীদের পাঠাবে
কবিতার স্কুলে-ক্লাসে,--পাঠ নিতে ভীষণ নিষ্ঠায়,
সন্ত্রাসের মতো অ-কবিতা;--তীব্র ফলাও ভিডিও
বিজ্ঞাপন, মাফিয়া বাজারজাত, বন্ধ ঘোষণা কোরবে;
নারী-চালান দলের মতো অ-কবিদেরও,--
দাগি-খুনি আসামির লিস্ট-ভুক্ত করে দেবে ;
প্রিয়তমা বাংলাদেশ, চুম্বনের মতো স্বদেশ আমার
এ-রকম প্রতিশ্রুতি পেলে;--আমিও তোমার ।
sp
তোমার গণতন্ত্রের কবুতর, সংসদ-খাঁচায়
জন্মান্তর বন্দি থাক; ঘুসের মতো কনিষ্ট কেরানির
জীবনের পদ্ধতিতে চলুক অফিস-কারখানা;
জল আর পানি নিয়ে সাম্প্রদায়িকতা,-- দাঙ্গা-ইতিহাস,
না-টানুক ইতি;--মানুষের বিবেকের পাড়,পদ্মার ওপাড়
ধ্বসনামা ধ্বসে;--ধ্বসে ধ্বসে যাক, মূল্যবোধ,-মন
মানবতা, ধূর্ত-নেতাদের মিথ্যা প্রতীজ্ঞার মতো
সচেতন জনতার ইট-পাটকেল খাক, জুতা খাক;
এ-সবে আমার কিছু যায় আসে না; কিন্তু সাব্ধান
প্রিয়তমা, শিশুর গালের মতো সোহাগি বর্ণ-মালায়,
“আ-মরি বাংলা ভাষা’য় যদি পুনরায়
তীলোক আঁচড় পড়ে,--ভুল উচ্চারণে
ধ্বনি-ভুল ভাঙা-ভাঙি হয়,
কবিতার চারিত্রিক সুষূমা-সৌকর্য খোয়া যায়,
অ-কবির সন্ত্রাসী চাকুর ঘায়ে যদি রক্ত ঝরে;
খুন মানবো না, খুন্সুটি মানবো না, মাথা-নত কোরবো না;
পতাকার বুক,-- ব্যর্থ প্রেমের ফ্যাকাশে হৃদয়ের
মতো ঝাঁঝ্রা হ’লে, শতছিদ্র হ’লে--ক্ষতি কার?
অহংকারি মানচিত্র যদি ক্ষত-রক্তজবা--ক্ষতি কার ?
sp
প্রিয়তমা বাংলাদেশ, জন্মভূমি আমার স্বদেশ
আমার ভাগের স্বাধীনতা--যত্নে রেখো,
বর্ণমালা, দাগ-দলিলের খতিয়ান--যত্নে রেখো,
অ-কবিদের সন্ত্রাসী হাত;--কালকূটের ছোবল
থেকে, কবিতাকে—আগ্লে রেখো ;
তোমার ভাগের চুম্বণ যা;--পাঠিয়ে দিলাম
কালিদাসের মেঘের মেলে;--যত্নে রেখো,
আমার ভাগের চুম্বনের ভাগ–-যত্নে রেখো।