যুবক তোমার আছে বিশ্বাসী যৌবন;
গোলাপ চাষের শ্রেষঠ সোনালী সময়
তরুণী তোমার বুকভরা জ্বলন্ত যৌবন
এলিয়ে বিলিয়ে দাও গোলাপের চাষে,
প্রয়োজন আজ বড় আয়োজন হোক
গোলাপ চাষের উদ্বোধন ।
SP
মনে পড়ে আজ নূর হোসেনের কথাঃ—
বুকে তার বড় বড় সাদা অক্ষরে অক্ষরে লেখা,---
" স্বৈরাচার
নিপাত
যাক!"
কী এমন দোষ করেছিল সে যুবক !
শুধুই গোলাপ চেয়েছিল বলে, রক্তে ভাসলো পয়েন্ট জিরো;--
যারা তাকে হিংসা করেছিল,
অবহেলা করেছিল
যারা তাকে তুচ্ছ ভেবেছিল,
হত্যা করেছিল
যারা তাকে নির্মূল করতে চেয়েছিল
তারাও দেখছি আজ গোলাপ গোলাপ বলে, সংসদের টেবিল চাপড়ায়
জানি আমি জানি, চাতুড়িয়া ছেচোড়িয়া নীখিলের চিল
আকাশেই থাকে সতত উড্ডীন ।
নূর হোসেন মানেই মানবিক পদাতিক
নূর হোসেন মানেই গোলাপের প্রতীকি প্রমাণ, প্রতিনিধি ,
নূর হোসেন মানেই জীবনের অধিকার
নূর হসেন মানেই গোলাপ চাষের উদ্বোধন ।
SP
আমি থাকি মার্কিন মুলুকে ---
এখানে গোলাপ ফোটে, চাষ হয় ঘ্রাণময়
রাজকন্যা করে যায় কাজ রেস্তরাঁয়
রাজার ছেলেরা হেঁটে হেঁটে খোঁজে কাজ ম্যানহাটন ব্রূকলিনে
রাজা ও ফকির খায় এক দোকানের ফ্রেন্সফ্রায়
জীবনের বড় দাম আছে, গোলাপের মান আছে ।
আমার বাংলার মাটি খাঁটি-সোনা-খাটি
তবু গোলাপ ফোটে না কেন !
SP
এখন যুবক যিনি, আসুন এবার গোলাপের চাষ করি
এখন যুবতী যিনি , আসুন এবার গোলাপের চাষ করি;--
গোলাপের নাম অধিকার মানবতা
গোলাপের নাম জীবনের দাম
গোলাপের নাম তুমি, আমি,
আমাদের প্রেম, আমাদের ভালবাসা
গোলাপের নাম, গণতন্ত্র ।