ফ্লয়েড , জর্জ ফ্লয়েড –হত্যা নয়; মৃত্যু নয়;-- নাম ;
অকস্মাৎ উদ্ভাবিত নক্ষত্রের মতো চেতনার নাম ;--
কবরের মতো কোনো অন্ধকার গুহার ভিতরে
অবরুদ্ধ, শতাব্দীর ইতিহাস-বিজ,-- বিজের কাহিনি
যেন এক অহংকারি দেবতার আশীর্বাদে আশীর্বাদে
আলো-বায়ু-মাটি-প্রাণে, উজ্জীবনে, মুক্তি-বর্শা হাতে,
মাথা উঁচু দাঁড়িয়েছে পুনর্বার ;--যেন এখনি গুড়িয়ে দেবে
চিরকাল পুশে-রাখা কালকূট-পৈশাচিক বিষ-নখ-দাঁত;
কালের কাহীনি ;--এই বোধ, বোধের খোরাক
তুমি এনে দিলে -- জীবনের বলিদানে ;--
ফ্লয়েড, তোমাকে হত্যা; সে-তো হত্যা নয় !
sp
জর্জ ফ্লয়েড, তোমার জন্যে;--
শুধু মার্কিন মুলুক নয়; বিভ্রান্তির বিশ্বলোকে্, সমূহ সঙ্কটে
বিক্ষবে-বিপ্লবে, দাবি-দাওয়া চাহিদায়, পোস্টার ফেস্টুনে
তুফানের তোড়ে ছুটে আসা মিছিলের পায়ে পায়ে,
শ্লোগানে শ্লোগানে , ধ্বনি -জাগরণে
জনতার মুষ্টিবদ্ধ হাত আজ উত্তাল, উদ্দাম !
sp
শুধু তোমার জন্যেই;--
মনুষ্যের বস্ত্রাবৃত পাশবিক অনায়াসে চিহ্নিত করণ;--
তোমার জন্যেই, প্রায় বিভ্রূ্মি লিংকনি বাণীর-স্মরণ ;--
অফ দা পিপল, বায় দা পিপল এন্ড ফর দা পিপল;
মারটিন লুথার কিঙ; তাঁর মেধাবি সূর্যের ভাষণ শ্রবণ;--
নাউ ইস-দা টাইম; আই হ্যাভ-এ ড্রিম! আই হ্যাভ-এ ড্রিম !
sp
ফ্লয়েড, তোমাকে যারা করেছিলো ক্যারানির মতো লুক-ডাউন
বিদ্ধ করেছিলো হ্যেট-হেয়ালি-কন্টকে
শ্যাউলা-ধরা দৃষ্টিতে তুলেছিলো আন্ডার-স্টিমেট ফণা, দেখো।
চেয়ে দেখো, সংকোচ-সঙ্কীর্ণে তারা, কেমন লজ্জায়
হাঁটু-মুড়ে, ধূসরিত নতমুখে, দর্প-দ্বিধাহীন আসহায়,
ক্ষমায় পেতেছে জোড়া-হাত –তোমাকে তুমুল লক্ষ করে,
তুমি জয়ী ! জয়ী ! জর্জ ফ্লয়েড, তোমার মৃত্যু-পুষ্পের সৌরভ
জয়ের মশাল-আলো, সূর্যের গৌরভে ছড়িয়েছে দিক্বিদিক ।
sp
জর্জ ফ্লয়েড, তোমার জন্যে ,দেখো ;--
টয়িন্টি ফোর সেভেন, বিশ্ব-ব্যস্ত, খচিত তারার,
শোভিত শহর, আজ মৃত!--ব্যর্থ-বিচ্ছেদি প্রেমের মতো
ফ্যাকাশে হৃদয়;--ইট-সুড়কির করোটি-কঙ্কালে স্তব্ধ,ভীত,
নিঃসঙ্গ স্মশাণ, লজ্জা,ঘৃনায় অবগুন্ঠিত,কারফিউ-কাফনে
আচ্ছাদিত, শামুকের মতো নিজের বিবরে গুটিয়ে শরীর,
এ-শহর ইঁদুরের মতো গর্তে লুকিয়েছে মুখ ।
sp
অথচ দেখো, এ-শহরের,--প্রতিটি দেয়াল,
ঘর, ট্রেন, প্লেন, বন্ধ-ঝাপ-দোকান,পাতাল পুরি,
ল্যাম্পোস্ট ও স্ট্রিট, --এভিনিউ-সাটা আকাশের
মাপের, সমস্ত বড় বড় ঝুলন্ত সাইন-বোর্ড,জ্বলজ্বলে
ভীষণ ভিডিও বিজ্ঞাপন,-- যেন সেই কবেকার
শস্য-সুরার, অ্যাপেলো দেবতার, সন্তুষ্টি সাধনে,
ট্রাজিক-করুণ, কোরাসের সুরে সুরে, সারিবদ্ধ ,
পাহাড়ের মতো ধ্যানে,পুষ্পিত প্রজ্ঞায় প্রার্থনা নিমগ্ন;
শুধু তোমারই জন্যে, এ-শহর শিখেছে প্রার্থনা-ভাষা;
এ-শহর যেন শুধু প্রার্থনালয়,--স্তব্ধতা ভেঙে
ধ্বনি আসে কানে--প্রার্থনা করেছি!
আমরা তো প্রার্থনা করেছি!—প্রার্থনা করেছি - - !
sp
জর্জ ফ্লয়েড মানেই’--
গরম কফির মতো চেতনার জাগরণ; বুদ্বুদ ফুটন্ত মন
জর্জ ফ্লয়েড মানেই’--
বিশ্ববিদ্যালয় কলেজের মতো ইতিহাস পাঠ--পুণ-পাঠ
জর্জ ফ্লয়েড মানেই; –
গ্রন্থের মোড়োক-খোলা আনুষ্ঠানিকের মতো মানুষের বেশধারি
লজ্জাহীন, দ্বিধাহীন, পাশবিক মুখোশের তীব্র উম্মোচণ ,
জর্জ ফ্লয়েড মানেই;--
আপামোর জীবনের দাবি-মানা, ঢেঁকি-ছাঁটা জয়ের ঘোষণা
মাল্টি-কালার মুক্তির রংধনু রঙ মানবতার সঙ্গীত
জর্জ ফ্লয়েড মানেই; –
শ্লোগানে শ্লোগানে, মিছিলের মতো যথার্থ জাস্টিজ -জাজমেন্ট,
জর্জ ফ্লয়েড মানেই;--
কাল ও কালান্তরের সৃষ্টির সৌকর্যে গড়া
পাহাড়ের ওপারের পাহাড়ের মতো মানব-বোধের মনুমেন্ট ।
জর্জ ফ্লয়েড মানেই,--
উই দা পিপল, বিল অফ রাইটস ।