ফাঁসির মঞ্চে ক্ষুদিরামের গান ধরা গানে গানে
গান থেকে উঠে আসা আমি, গণ-বাঙালির গান;--
গানের মতো অবৈধ অস্ত্রগুলি জমা দিতে চাই;--
ভীষণ লুণ্ঠন কল্পে সূর্য সেন; আমি তো জমায়।
লাভার থৈ -থৈ উত্তপ্ত অথৈ মাতাল সাগরে
ভাঙা-ছেড়া পাল-ছৈ বিভ্রান্ত, প্রায় হারা প্রাণ
নাবিকের মতো,-- কী-যে অকস্মাৎ বেঁচে
রক্তিম সূর্যের স্বপ্ন-আশা বুকে, ঘরে ফিরে আসা
বাংলার সাহসি মুক্তি-সেনাদল সেদিন যেমন;--
প্রেয়সীর হৃদয়ের মতো, আপন প্রাণের মতো
চুম্বনের চেয়ে দামি অভিমানি অস্ত্রগুলি;--
তুমুল দানের মতো কোরেছিলেন হস্তান্তরিত
সরকারি তহবিলে, ভালোবেসে মাতৃ-জন্মভূমি ।
বুকের ব্যারাকে যত্নে গোচ্ছিত অবৈধ অস্ত্রগুলি
আমি আজ নিজ হাতে জমা দিতে চাই ।
অস্ত্রগুলি কি ভাবে অবৈধ হোলো?
জমি-জমা ঘরবাড়ি সম্পদের ধরণে, অস্ত্রের
খতিয়ান-দাগ-দলিলের মালিকানা মৌলে
কোথাও যে নাম ছিলো না আমার;--
উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত;--
জান্নাতবাসি জনক তাঁর রক্তের অক্ষরে লেখা
ভীষণ গোপন সিন্দুকের মতো ডায়েরির পাতা
থেকে উদ্ধারিত আর
অভিমানি শহীদের সোনার মুকুট
পরা, কবরের মকমল বিছানায় শয্যা-ক্লান্ত
অগ্রগামি ভ্রাতদের জীবন্ত সংলাপ থেকে
ভার্বালি নির্দেশ-প্রাপ্ত, এবং পরিমাণ
ব্যাপক বিশাল বলে, যথার্থ তালিকায়ন
হয়-নি সম্ভব সময়ের মাপে, এমন কি
এক্সটেনশনকৃত শেষ জমা-ডেট অতিক্রান্ত ।
উদাহরণ স্বরূপ আমার অবৈধ অস্ত্রগুলির চূড়ান্ত
তালিকা-নমুনা নিম্নরূপ;--
প্রায় অষ্টাদশ কোটি অসহায় বুকে, দুঃখের স্মার্ট-বুলেট,
সমপরিমাণ ক্ষোভবিদ্ধ বেদনা-বিদীর্ণে তৈরি
স্বয়ংক্রিয় গ্রেনেড লঞ্চার, তিন ভাগের দু;ভাগ কিংবা
বারো কোটি,--প্রায় কবরের মতো নির্জীব শীতল
মামুলি নাদান ভীত স্বভাবের পিস্তল-বন্দুক ;
সতিনের মতো বিপরীত রাজনৈতিক দলের
অভিযোগ, বিড়ম্বিত, হার্দ-হীন বোমারু-বিমান,
বেধড়ক বুদ্ধিজীবি রাইফেল, অসংখ্য কাকের
ঝাঁকে ঝাঁকে অ-কবির দল, সাংস্কৃতিক
দ্বন্দ্ব, দাঙ্গা ;--শকুনের মতো সুচতুর বাঁকা নখে
কালচারের তুমুল-তল-পেট থেকে পিত্তথলি
ফাটানো হায়ড্রোজেন বোমা, ধাপ্পাবাজ
নেতার এল,এম,জি;--সিঁধ-কাটা চোরের মতোন
বিধান খেলাপি বিধানের কামান-মেশিন গান,
বীভৎস হত্যা, রাহাজানির ব্যালিস্টি মিসাইল,
আমৃত্যু মন্ত্রীর পদ কৌশলে কব্জার
পিয়াষু বুলেট পুরুব কমব্যাট -ড্রেস,
লোক চালান দলের ড্রোম-হেলিকপ্টার ইত্যাদি।
উপরোল্লিখিত শিরোনামসহ আরো বিভিন্ন-মাত্রিক
দৈন্য, দুর্মুখ দুর্ভিক্ষ, দাহ, লজ্জা, ঘৃনা অপবাদ
পালন করা পশুর মতো অন্তরের পুশমানা
শত শত নাম জানা ও না জানা অবৈধ অস্ত্রসমুহ ;
আমি আজ এখনই নিজ হাতে জমা দিতে চাই;--
এবং এখনই, এখনি তো শ্রেষ্ঠ শোভিত সময় ।
সুধি, নাক্ষত্রিক দেশ উন্নয়ন বিশারদগ্ণ,
আপামোর জনতার জানের ভলোবাসার
সম্মানি্ত বিজ্ঞ প্রতিনিধি পঞ্চায়েত,
সূর্য-স্নাত প্রজ্ঞাবান সম্ভ্রমি সচিবালয়,
অগণিত আকাংক্ষার খচিত তারার সুপ্রিয় সংসদ
আপনার দরবারে কি আমার এই
অবৈধ অস্ত্রসমূহ জমা নেবেন? নাকি সে
গণ-গর্জনের মতো গোর্জে উঠবে আবার !
জুন ২৬ ,২০২০