১, দাউ দাউ পুড়ে যাচ্ছে শহর, বন্দর, গ্রাম
করোনার অগ্নিতাপে ;-- ঘরবন্দি , সন্ধিবন্দি
মনবন্দি , প্রেমবন্দি মানুষের বসবাস আজ
থর থর স্তব্ধ – হতবাক ! পঙ্গু বেকুবের মত
হ্যান্ডিক্যাপে বসে আছে আসহায় মানবতা
সভ্যতাকে শ্বাসাচ্ছে চাবুক ; যেন কোন এক
কাঁটার মুকুট পরা অন্ধকার অধিপতি ;---
বিষধর ভাইরাস মিছাইল ছড়িয়ে দিয়েছে দিক্বিদিক ।
মানুষের নিকটে মানুষ যেন বিষাক্ত বৃশ্চিক !
২
প্রেমিক যাবে না প্রেমিকার কাছে ,
স্বামী ও স্ত্রী থাকবে না এক সাথে ;-
এ কেমন বেঁচে থাকা , সত্তার সংকট !
অকাল মৃত্যুর হা -হা-কারে ভাংচুর সংসার ,
হাত থেকে খসে পড়া কাঁচের থালার মত ভালবাসা চুরমার।--
৩
বাঁচব কি বাঁচব না , কে যায় কখন
জানি না যে কেউ ---, থম থমে বুক !-
থেকে থেকে হৃদয় ডুকরে ওঠে,
হিজিবিজি; বিচলিত মন !
৪
জননী যে তার মৃত সন্তানের মুখ দেখছে না ;
পিতা তার মৃত সন্তানের মুখ দেখছে না;
বোন তার প্রিয় ভাইয়ের মৃত মুখ দেখছে না ;
এ কেমন সৎকারহীন মৃত্যু বল ?
এ কোন আত্মার বেভিচার !
৫
শবভুখ পাখিদের ভরে গেছে পেট ;
মৃতদেহ কেন্দ্র করে , জলের পাকের মত
বৃত্তাকারে ওড়ে না যে আর;-- ,
ফুরিয়ে গেছে চিতার শলা,
কবরেও মাটি নেই ; নিষিদ্ধ ফিউনরল !
লাশ ! আর লাশ ! ; এক সাথে এত লাশ!
কোথাও দেখিনি আগে ;--- গৃহবন্দি একা
স্বেচ্ছা নির্বাসন ; ধন্ধে লাগে মনে আচা্নক আনমনে ;--
সঠিক বেঁচে আছি তো ! নাকি,
আমিও এক জীবিত লাশ!
লাশ হয়ে বসে আছি লাশ !
মৃত অথবা জীবিত লাশ !
৬
সভ্যতা যেখানে মৃত, আসহায়,-- কে শেখাবে
আমাকে বাঁচার মন্ত্র আজ