আমার কবিতা, পৃথিবীর মাপে মানচিত্র মানে,
পাখির পাখার মতো উড়িয়ে পতাকা, এঞ্জেলার
ডানা মেলে মুক্ত ওড়ে ;--যে কোনো দেশ বা
জাতির আকাশ, যেন তার একান্ত আকাশ,
স্বদেশভূমির মতো তুমুল আকাশ,
সাগরের ঢেউ হোয়ে; বাতাসের মতো;
গণ-স্রোতে স্বাধীনতা ভালোবাসে;
আমার কবিতা, জিহ্বা-উচ্চারিত প্রতিটি শব্দের
মতো, মাথার ভিতরে প্রতিটি চিন্তা কোষের
মতো;--বিমুক্ত বলাকা।



আমার কবিতা,
গির্জার গান গায়; আযানের ধ্বনি শোনে
টেম্পল ভাংচুর হলে বিদ্রোহ ঘোষণা করে,
জুইস-ব্লাডের অহংকার পায়ে-মুড়ে চলে;--
ধর্ম-তো শাষন মানে চেতনার;
রক্তের ধর্ম-বিভেদ আছে না-কি?
আমার কবিতা পাহাড়ের মতো গুঢ়-চেতনার
ধর্ম-ধ্যান বোঝে ; মুল্লা-মৌল্ভি বোঝে না ।

আমার কবিতা
নোগুচি রবীন্দ্রনাথি কালবিদ্ধ, বোধাক্রান্ত শুধু
মিষ্টিসিজম;--স্বর্গের নেশাখোরের স্বভাবি, উর্বশীর
নৃত্য উপভোগ্য স্বপ্ন-চারিতার বর্ণনা মাতে না;
নজরুল, নাজিমের মতো, বৃক্ষের ধরণে
মৃত্তিকার স্তন্যপানে পুষ্পিত হয়;--ছড়ায়
সবুজ রক্তের ডালপালা ।

আমার কবিতা, চৈতন্যের আস্তাকুড় থেকে,
গুঢ়তম মনোবিকলন থেকে, নষ্ট-আলু, ডিম
পাটজাগ-দেয়া পচা জলাশয়, নর্দমার কালো
কুৎসিত থেকে ঘুলঘুলে কদর্য চরিত্র রূপ
আঁকে, এবং হৃদয়ের পুষ্পোদ্যানে
গোলাপ ,রজনি-গন্ধা বেল-ফুল,জুঁই হাস্‌নাহেনা
সুষূমা সৌকর্যে ,শুভ-সুন্দর কল্যান হোয়ে
ফোটে, গণ বাঙালির জীবনের সহজ সারল্যে।

আমার কবিতা প্রেম, ভালোবাসা, মাটি-বৃক্ষ, নদী
মোহনা, পাখি, বেদনা পোড়া হৃদয়ের ক্ষত-ক্ষোভ
ঈর্ষা-কাঁটা, বিচ্ছেদের মতো ঘৃনা, রেজগির মতো
দুঃখ-দশা আবগ্রহ, পাচশো টাকার নোটের মতো গম্ভীর
আহমিকা বোঝে, সুখ বোঝে, কনিষ্ঠ কেরানি তার
অভাব দারিদ্র, অর্থ-মন্ত্রীর প্রিয়ার উজ্জ্বল মুখশ্রী,

বোঝে, গোনিকা স্বভাবি রাজনীতি; বেহায়া-বেঢক
ছলা-কলা, দোজুকের আগুনের মতো তীব্র,
ব্লেডের মতো দুধারি মিথ্যা, ধাপ্পাবাজ প্রতিশ্রুতি
বোঝে না;--তুমুল গণঅভ্যুত্থান ঝড়ে বৃক্ষের শিকড়
উপড়ানো ধরাশায়ী স্বৈরতন্ত্র বোঝে; নিষ্ঠাবান
হায়-কোর্টের-জাজের হাতের বলিষ্ঠ হাতুড়ির
মতো গণতন্ত্র বোঝে, হিরোইন এডিকশনের
মতো স্বদেশ বিনাশী শোষণ-ত্রাসন বোঝে;
নেত্রিত্তের খুটি-নড়বড়ে বিবেক বোঝে না ।

আমার কবিতা সম্মানিত সংসদ-সচিবালয়
বোঝে;--বাংলার সংসদ সদস্য বোঝে না;
সচিব বোঝে না; জাতি, মাননীয় মানচিত্র বোঝে।
আমার কবিতা রোগা মোম-বাতির মতো শহুরে
জীবন বোঝে; সূর্যের তীক্ষ্ণ-তপ্ত কাচা-অর্থখেকো
বোড়শির মতো বাঁকা আংটা-ধারি শকুনির ঠোটি
ধূর্ত -চোর-চাটুকার, ঘুশখোর, জাল-নোট নকশার
মতো ভীষণ জাতীয় জালিয়াতি কখনো বোঝে না।

আমার কবিতা মিছিলের প্রথম ফেস্টুন,
উত্তলিত পতাকার প্রথম তুমুল হাত;--
আমার কবিতা পৃথিবীর দা্গে খতিয়ান
আমার কবিতা হৃদয়ের মতো, চুম্বনের মতো
প্রিয়তমা বাংলাদেশ, আমার কবিতা
বাতাসের মতো, চেতনার মতো ধর্মের-বাক্যের
স্বাধীনতা-স্বাধিকার; আমার কবিতা
‘আ-মরি বংলা ভাষা’র মতো অহংকারি বর্ণমালা
আমার কবিতা নক্ষত্রের মতো অভিলাষী মন;
আমার কবিতা  যা- ইচ্ছের ভাবনার অনন্ত আকাশ ।
                                              (আংশিক)