কেউ যদি আপনার কোন কবিতা কপি করে অন্য কোথাও ব্যবহার করে তবে সেক্ষেত্রে আপনি কি ধরনের সমস্যা বোধ করেন? এতে আপনার মনের উপর কোন প্রভাব পরে কি না?
আমি মনে করি এতে কবির মান আরো বাড়ে। কারন একজন আরেকজনের কবিতা বা গল্প যাই বলেন সেটা তখন কপি করে যখন সেটা তার মন কারে।
এতে করে যদি কেউ কপি করে তাহলে কবির গর্ব বোধ করা উচিত। কেউ কপি করে যদি নিজের নামেও ব্যবহার করে তাতেও আমার মনে হয় কষ্ট পাওয়ার কিছু নাই। কারন যে কপি করছে তার মন এবং যার থেকে কপি করা হচ্ছে সেই জানে কবিতাটা কার অন্তর থেকে বের হয়েছে।
আপনার মতামত দিলে খুশি হব।
ভালো থাকবেন সবাই। খোদা হাফেজ।