চেয়ে দেখি
পুঞ্জিত স্বপ্ন লোভের আগুনে পুড়ছে
ক্ষুদে মহামানবের আস্ফালন দানবের পকেটে পথ হারাচ্ছে
নীলচে আকাশটা ক্রমে মলিন, বিষাক্ত
লাল-সবুজের প্রতাপ ধীরে ধীরে পণ্য হয়ে উঠছে, সস্তায় বিকোচ্ছে পাড়ার বাজারে
মহানুভব-মতো দেখতে বণিকের শক্ত হাত আমার অনুভূতিকে ধীরে ধীরে কোলে নিচ্ছে
নরমতম অংশ উৎসব করে কুরে খাচ্ছে ঘুণপোকারা
আমি চেয়ে দেখি
আমার লজ্জা পেতে নেই।