এসো হাত ধরি
হারিয়ে যাই ঘন কুয়াশাজড়ানো স্বপ্নের মতো
আলিঙ্গন করা শিশিরের টুপটাপ পতনের মধ্যে আমরা একটি ঘর বানাবো দূর্বাঘাসের তলপেটে
কিছুটা মাখাবো গায়ে
কিছুটা হলেও আদরে আগলে রাখতে হবে।
এসো শীত ধরি
তোমার নরম পায়ে হেঁটে-হেঁটে যেতে-যেতে
আঁকাবাকা রাস্তা পার হয়ে গেছে শিমুলতলী
যেখানে আমাদের জন্য বিছিয়ে রয়েছে চাদরে মোড়ানো চারপাশ।