আমি জাগ্রত আঁধারের গোল বাটি
অপূর্ণতা ঘুছিয়ে দিয়েছে একাকিত্ব
তুমি ছাড়া অগোছালো নেই বলে
যৌবনপোড়া গন্ধ চুরি করে অমরত্ব।

শুন্যস্থান পুরণ করার উপায় থাকে
অমীমাংসিত পুষে রাখা দরকারি?
ভেবেছো সীমাহীনপ্রায় উন্মাদ হবো-
অসম্পূর্ণ পরিত্যাক্ত কাঠখড়ি।

আমি তো ভালো আছি বহুদিন
কতো ছন্দ নিয়মিত সাক্ষাৎ করে
আমি তো ভালো আছি বহুদিন
একাকিত্বের স্বাধীনতায় ভর করে
কত খুনসুটি উপমা উল্লাসে
কবিতার লাইনগুলো হাতে ধরে।