রাতের আকাশ ডাকছে তোমায়
মেঘ তারাদের দেশে
চোখের জলে স্বপ্নবিভোর
অন্ধকারের শেষে।
তোমার কষ্ট তোমারই শুধু
বেদনা বিধুর মন
রক্তের ডাকে রক্তকরবী
আশ্রয়ী এক কোণ।
শরীর তোমার খেলার পুতুল
কাদা মাটিতে গড়া
আমাদের হাত ভাঙবে তোমায়
পরবে না হাতকড়া।
মাথার ওপর ছাতার ছায়া
অন্যায়ী সে রানী
নারীর পাশে নারী থাকবে
অন্য সে কাহানি।
তোমার মানে আঘাত হানে
পিশাচ মোদের মত
আমাদের কিছু হবে না ক্ষতি
প্রতিবাদ হোক যত।
তবে শুধু আজ বলি নাহি লাজ
বেজ্জত নও তুমি
ধর্ষক মোরা ধর্ষণ করি
মোদের মায়ের ভূমি।
আমরা করেছি ধর্ষণ যত
মান নিয়ে টানাটানি
অন্তরের মার রামই জানেন
আমাদেরই মান হানি।
তোমরা করে চলেছো লড়াই
নিজের হকের জন্য
আমরা হলাম নরকের কীট
তোমরাই হলে ধন্য।
দর্শক সব ধর্ষক আজ
নিরব বিচার রবে
ঈশ্বর আর আল্লাহর কাছে
সবারই বিচার হবে।