এই পৃথিবীর কোনো কিছুতেই
নেইকো রঙের শেষ
তবুও প্রিয় তিন রঙেতে
রাঙানো আমার দেশ।

নীল আকাশের বুকে যখন
ডানা মেলে পাখি
আমার দেশের তেরঙ্গা টি
আটকে রাখে আঁখি।

বাতাস এসে ঢেউ খেলিয়ে
ওড়ায় সেই পতাকা
যে পতাকায় আমার দেশের
শহীদ থাকে ঢাকা।

আমার দেশের মাটি সোনা
সোনা দেশের ছেলে
আমার দেশকে মেয়েরা আলো
করে আঁধার ঠেলে।

আমার দেশে যখন হয়েছে
শত্রুর সাথে মহিম
হাতে হাত রেখে লড়াই করেছে
রামের সাথে রহিম।

আমার দেশের স্বাধীনতার
সংগ্রাম আছে যত
পড়লে গর্বে ফুলে ওঠে বুক
সম্মানে মাথা নত।

দেশের মানুষ দেশের জন্য
মরেছে বার বার
ভারত ভেঙে ভাগ করবে?
এমন হিম্মত কার?

দেশকে যারা চাইবে ভাঙতে
চাইবে খন্ড করতে
দেশের মানুষ পতন ঘটাবে
তাদের হবে সরতে।

আমার দেশের আমার মাটি
আমার ভাই ও বোনের
রক্তে মিশে আছে দেশপ্রেম
দেশটা আছে মনে।

আমার দেশটা করেনি কখনও
মাথা নিচু কারো কাছে
আমার ভারত নিজ ক্ষমতাতে
মাথা উঁচু করে বাঁচে।

আমার দেশের সব ধর্মেই
রয়েছে প্রেমের রেশ
বৈচিত্রের একতা নিয়েই
সেরা আমার দেশ।

এই দেশটাই পরিচিতি মোর
এই দেশটাই আমি
আমার কাছে সবচেয়ে বেশি
আমার এই দেশ দামী।