জীবন..তোমার শুরু হওয়ার আলাপচারিতায়,
আমি এসেছি..
আমি উদবর্তন।।
যে গতিধারায় তুমি বয়ে চলো,
সেই ধারায় আমি হারা হই..
আসে আমার পরিবর্তন
আমি উদবর্তন।।
আমার পরশে তুমি যোগ্যতম হও,
পাও জীবনের ধর্মিতা,
তাই আমি সৃষ্টি হতে তোমার সহমর্মিতা..
আমি উদবর্তন।।
কাউকে করেছি শ্রেষ্ঠ, কাউকে বা বিলুপ্ত..
আমি উদবর্তন।।
তবে আজ বড়ই কষ্ট হয়,
যাদের করেছি শ্রেষ্ঠ, তারাই বড়ো দূষিত..
আমি এইভাবে আসতে চাইনি।...
আমার বৈশিষ্ট্য ক্রোমোসোমাল,
তাই জনুতে জনুতে বক্তব্য রাখি..
যতটা পাল্টাই, ততটাই একঘেয়ে লাগে এই আদল,
পয়সার লড়াই তে আমি নেই,
তাই অনুরোধ..
শেখাও তুমি, বদলাও তুমি, জীবন..
দৃশ্যের নিলাম হওয়া আমার হাতে নেই..
বিস্ময়হীন পথচারীরা যেন ক্লান্ত হয়ে দাঁড়িয়ে না পরে..
বিলুপ্তি আমার ধর্মে, তবে তা হোক অরাজনৈতিক..
তবেই আমি টিকে যাবো..
অণুতে অণুতে, জনুতে জনুতে..
তোমার টিকে থাকার বিলাসিতায়..
এগিয়ে যাওয়ার উদবর্তনীয় রাজকতায়।।