শিক্ষা ছিল আলো একদিন, জ্ঞানের ছিল মান,
আজকে কিন্তু প্রযুক্তির ছোঁয়ায় বদলেছে সেই গান।
বইয়ের পাতা ছেড়ে এসে স্ক্রিনের মাঝে ভাসে,
অনলাইন ক্লাস, সার্টিফিকেট—সবই এখন হাসে।
কলমের টানে লিখত যারা, ছিল ধৈর্যের পাঠ,
এখন তারা চলভাষেই, কাটাচ্ছে দিন রাত।
প্রযুক্তি দিল গতি, করে দিল সহজ রাস্তা,
মুছে দিলো আপন মনের তৈরি করা বার্তা..
ডিগ্রি এখন বিক্রি হয়, পড়ার মান কমে,
নকল জ্ঞানের জোয়ার টানই, বইছে সবার মনে।
চাকরির বাজার কঠিন হলো, স্কিলের বাড়ছে দাম,
শুধু কাগুজে সার্টিফিকেটে মিলছে না যে কাম।
শিক্ষার মন্দির যদি হয় বাণিজ্যের এক ধাপ,
কি আর বলি তবে, সবই প্ল্যানের অভাব..
শিখতে হবে সারাজীবন, শিখতে হবে রোজ,
প্রযুক্তিকে সাথে নিয়েই, চলবে বাঁচার খোঁজ।
জ্ঞান ও প্রযুক্তি তাই চলুক একই সাথে,
মানুষ গড়ার কারিগর হোক শিক্ষা শতভাগে।