নিঃস্বার্থ কিছুই এ জগতে নেই,
সব কিছুর মাঝেই স্বার্থ লুকিয়ে রবেই..
সূর্যও আলোয় দেয় দান,
নিজের জ্যোতিতে পায় সম্মান।
নদীও বয়ে চলে অবিরত,
জল দিয়ে রাখে তৃষ্ণা সতত।
তবু সে ছুটে চলে সাগর পানে,
মিশে যেতে চায় তারই টানে।
গাছ যে ছায়া আর ফল বিলায়,
মাটিকে আঁকড়ে নিজেকে বাঁচায়।
মানুষও হাসে, ভালোবেসে কাঁদে,
স্বপ্নের আশায় মনে জালে বাঁধে।
স্বার্থ ছাড়া কিছুই হয় না হায়,
দানেও লুকিয়ে কিছু চাওয়া রয়।
এই স্বার্থেই দুঃখ, স্বার্থেই সুখ,
জীবন যে তাই এক মায়ার মুখ!