কি হবে লোক দেখিয়ে,
কথার মোড়কে হাসি?
অভিনয়ের আবরণ খুললেই,
ফাঁকা মনে বাসি।

চিৎকার করে কি হবে বলো,
শব্দে কি শান্তি মেলে?
নিঃশব্দ রাতের নিভৃতে,
মন মুক্তি খুঁজে চলে।

আলো চাইলে দীপ জ্বালো,
তবে হোক সে নীরবে,
অযথা প্রদর্শন করে,
শান্তি কি কেউ পাবে?

শব্দের মাঝে ভিড় বাড়ে,
শান্তি মিশে যায়,
নিঃশব্দতার গহীন কোণে,
আসল সুখ লুকায়।