যতই গড়ো সোনার ঘর,
দামী গাড়ি, আড়ম্বর,
লোক দেখানো আলো ছড়ালে,
কবে পেয়েছ লোকের অন্তর?

বিদেশ ঘুরে, বিলাস বাড়িয়ে,
শোভা বাড়াও দামী সাজে,
তবু রাতের একলা ছাদে,
কে থাকে আর তোমার পাশে?

সুখ তো কারও দান নয়,
চাইলেই যে যায় না কেনা,
যে খুঁজতে শেখে অন্তরে,
সে ছাড়া কেউই তাকে পায় না..

তাই যা করো, করো নিজের মতো,
লোকের চাহনি ধোঁকা মাত্র,
দিনের শেষে, রাতের আঁধারে,
গড় সুখ নিজের মত..