জীবনে অনেক কিছুর জন্য চুপ হয়ে যাওয়া ভালো...
অনেক কিছু...
হাজারো অসন্তোষ অশান্তির মাঝে শান্তির খোঁজে, নিজের উন্মোচনে...
চুপ হয়ে যাওয়া ভালো...
সময় বড্ড হিসেবী, সে বুঝে নেয় সবকিছু...
তাই সময়ে ভরসা রেখে চুপ হয়ে যাওয়া ভালো...
চারপাশ যখন গাড়ির বিষবাষ্পে ভরপুর,
দামি গাড়ি আর তার ধোঁয়া, পিষে মারে ফুসফুস
তখন তাল-নারকেল এর সারি মাঝে,
দুপাশে সবুজ জলাভূমিকে রেখে...
নিজের সাইকেল চালানো বেশ ভালো, বেশ শান্তির..
নিস্তব্ধতার উত্তর কে বুঝে আর খুঁজে নিলে..
জীবনে শান্তি আসে বেশ,
যা কিনতে পারে না জীবনের সমস্ত বৈভব...
তাই মহা মূল্যবান..
এ সময় মাঝে, সমাজের এ হুল্লোড় মাঝে...
তাই জীবনে অনেক কিছুর জন্যই, চুপ হয়ে যাওয়া ভালো..
অনেক কিছু..