নিজের ভালোলাগা আর পরের ভালোলাগা..😊
এক হলেই বোধহয়... প্রেমের উপাখ্যান জন্মে..😊
দূরত্ব নাহলে বাড়তেই থাকে আলোকবর্ষের মতন..
মানুষ সত্যিই বাঁচার মতন করে বাঁচবে তো?
স্বার্থ জড়াচ্ছে বারবার,
লোকদেখানো প্রবণতা গুলো বাড়ছে বেশ
মানুষ নিজেই নিজের সিংহাসন কল্পনা করে নিলে..
ফেসবুক, ইনস্টাগ্রামের যান্ত্রিকতা বোধহয়..
অশিক্ষার বার্তাই রাখতে থাকে অবিরত..
প্রাকৃতিকতা হারিয়ে যাচ্ছে,
সন্দেহ বাড়ছে মানুষে মানুষে..
আচ্ছা তবে দ্বেষ দিয়েই কি?..
দ্বেষ মুক্ত পৃথিবীর কল্পনা করা যাবে?...।।


তর্কে বিশ্বাস আছে, কিন্তু ধ্বংসে বিশ্বাস নেই..
প্রেমে বিশ্বাস আছে, কিন্তু স্বার্থে নেই..
অর্থে বিশ্বাস আছে, কিন্তু ভেদাভেদ মানি না..
সাফল্যে বিশ্বাস করি..তবে দ্বেষ থাকলে..
তা মানি না, মানি না, মানি না।।