কেউ কেনে গাড়ি, কেউ কেনে ফোন,
দেখিয়ে বেড়ায় সকাল-দুপুর-কার কত্তো দম;
ভাবছে যারা এতে সম্মান বাড়ে,
আসলে শুধু তারা অহংকারে হাঁটে!
নিজের ঢাকের বোল তুলতে,
শেয়ার করে ছবি রাত্রি-দিনে
লোকের চোখে রাজা হবার,
অভিনয়ে ব্যস্ত দিনভর!
বিদেশ ঘুরে দেখায় ছবি,
কথায় কথায় গল্প ঝাড়ে,
কিন্তু ভেতরে ফাঁকা কুটো,
মানুষ না, শুধু আড়ম্বরে!
সম্মান কি জিনিস বোঝে না সে জন
সৎ কর্মে হয় যে জয়,
অহংকারে গড়া এ জীবন,
একদিন ভেঙে যাবে নিশ্চয়!