দামী গাড়ি, বিদেশ ভ্রমণ, হাতে দামী ফোন,
রেস্টুরেন্টে খাওয়ার ছবি—স্ট্যাটাস দেয় মন।
ভেবে চলে আপন মনে, সবাই দেখুক তা,
আভিজাত্যের মোড়কে ঢাকে শূণ্যতার ছায়া।

দেখানোর এ খেলায় যারা মেতে ওঠে রোজ,
ভিতরটা যে ফাঁকা তাদের, রাখেননা কেউ খোঁজ।
টাকা-পয়সা, দামী বস্তু—এসবই কি পরিচয়?
মানুষ চেনে মানুষকে, হৃদয়ে যার জয়।

জমকালো আলোর মাঝে, অন্তর রয়ে শূন্য,
স্ট্যাটাসের মোহে ডুবে, মনটা থাকে গৌণ।
একদিন সব ফুরাবে, ফুরাবে এই মোহ,
বুঝবে তুমি শান্তি আসলে ত্যাগেই হয় অবতীর্ণ..

সময় একদিন বলবে কথা, মিথ্যে হারাবে সব,
আসল যারা আপন আছে, তারাই বুঝবে সব।
তাই দেখানোর আগে ভাবো, আসল মূল্য কোথায়?
লোক দেখিয়ে অহংকার বাদে..
কিভাবে মানুষ হওয়া যায়?..