সময় চলছে নিজের মতন
ক্ষেত্র তৈরি হচ্ছে বিশেষ বিশেষ
চলছে জেতা হারার হিসেব নিকেশ..
প্রথমে আসে জয়ী, পরে আসে পরাজিত..
এভাবেই,,
ব্যর্থ আরামের জন্য অবর্থ্যকে খুঁজে চলে অবিরত..
ঠিক তেমনিভাবে,
সফল যদি অসফলকে,
অশূণ্য যদি শূণ্যকে,
শিক্ষা যদি অশিক্ষাকে,
আর প্রেম যদি বিরহকে কাছে টেনে নিত,
তাহলে বোধয়...
চুম্বকের উত্তর আর দক্ষিণ মেরুর মতই
ঘুমে বোনা স্বপ্নগুলো সফল হতে পারত।।

বরং নতুন নিয়মে,
অনুপায় অসদুপায় দ্বারা উপায়ের হাত ধরে,,
সফল হতে চায়,,
তাই এই বিপরীত ব্যাপার গুলো চিরস্থায়ী ভাবেই
স্বপ্নের পৃথিবী দেখতে দেয় না।।..
কবিরা মরে আশায়, শত লক্ষ হতাশায়..
তবু আশা হতাশার বন্ধু হয় না..
লেখা সব আড়ালে থাকে,,
নিয়ম আর অনিয়মের প্রতিদ্বন্দ্বীতায়...
জীবন চলতে থাকে,,...
একঝাঁক বৈপরীত্যের উষ্ণ অভ্যর্থনায়..।।