জমে থাকা কথা, দুঃখ - ব্যথা, সহজ ও সরল।।
বুঝি সময়ের ছল; ধর্মের কল এক হয়ে যায় সকাতরে,
তাই কলমের বল, নিতান্তই এক সম্বল,
পিছু ডাকে মোরে বারে বারে।।
অনেক ভাবার পরে..
যখন সময় এলো ছদ্ম বেশে,
ছাতা হীন বৃষ্টির দেশে..
যন্ত্রণাকাতর হৃদয় বুঝলো শেষে..
আপন পর ভুলে অক্লেশে..
সে বাঁচবে আবার।।
এই তার দৃঢ় অঙ্গীকার..

হৃদি বলছে জাগো,
সামনে হাঁট, ভেঙে পড়ো না সময়ের লীলাছলে..
প্রেম অশেষ, এই মায়াময় পৃথিবীর রেশ..
বুঝে নিও তুমি সকলের অগোচরে..☺️