রাত জাগার প্রবণতা
আমি অস্থির সময় পেয়েছি,
সমস্ত অবতারণা পেয়েছি
মুক্তাঞ্চলের সাদা সারস পাখির থেকে,
কাঁটাতার বরাবর মাসকলাই এর যে খেত
ওখানে খোশগল্পের মতো মিহি মিহি দূর্বা ঘাস
আড়াল করে মাঝি বউয়ের চোখের জল, দেখি
নৌকা থেকে নৌকা কীভাবে একটা ঘর হয়, দেখি
জনবিরল পানিপথে মন্ত্র পড়া লাল পতাকা
হয়ে যায় অস্থায়ী মনের বল,দেখি
চাঁদ থেকে চাঁদে লাফিয়ে বেড়ায়
মাছেদের মৃত্যু ভয়,
জাল থেকে জালে আটকে পড়ে
কুমারী মেয়ের নাকছাবি।।
।।রহিত ঘোষাল।।