আবার বৃষ্টি শুরু হলো,
আমাদের এই নদীপ্রধান দেশে,
আমাদের পরিযায়ী অস্তিত্বে,
এখনো দীর্ঘপথ পাড়ি দেওয়া বাকি,
আমাদের এই বিভ্রান্তির পসরার সামনে ঝোড়ো বাতাস খেয়ে শুয়ে পড়েছে শত শত বছরের বসবাস,
ধ্বংসের পথে ভেঙে পড়া প্রাসাদ
অতীত চিহ্ন
ঝুঁকিপূর্ণ সব আবহসংগীত ভুঁইচাঁপা ফুলের
সাথে নড়ে ওঠে,তারপর বায়োস্কোপের ঘোড়া উড়ে যায়
ঝরনার খাড়া ঢাল দিয়ে।মেঘের পদচারণায়,বৃক্ষের শোভাযাত্রায় স্বস্তি আবির্ভূত হয়।
আমরা স্বজন খুঁজে পাই।।
।।রহিত ঘোষাল ।।