এই শতাব্দিব্যাপী যে শূন্য সময়,
এখানে ডিমের ঝোলে হাত ডুবিয়ে,
আমরা বিকেল বেলার বাতাসের ছাই
ভাসিয়ে দিয়ে আসি, বরফদেওয়া মাছের
সদনে, শ্রীঅঙ্গ থেকে তীব্র সংবেদন,
গন্ধরাজ ফুল হয়ে যায়,
স্বপ্নাতুর সে সব ঘনিষ্ঠতা
বুকের উপর ছাতা খুলে ধরে,
মসলিন খুলে যায়, মৃত্যুপক্ষীর জন্ম হয়,
সুখাশ্রু ঝরে পড়ে, অক্ষর গাঁথা তলপেট
শঙ্খচক্রগদাপদ্ম,
নীল পাপ বীর্য রশ্মি,
তুমি সহজ মুছে দাও ভিজে ভিজে
ওড়না দিয়ে,
পাঁজাকোলা করে বিছানায়
নিয়ে আসো তোমার শরীর শিশির বিন্দু।।
।।রহিত ঘোষাল।।