এত বড় শহরের উপরে ছোট্ট একটুখানি আকাশ,
ছোট্ট আকাশের তলায় একটি বড় শহর,
সেই শহরে অজানা অলিগলির-জাল বিছিয়ে
দিয়েছে অর্ধেক বাসনার প্রদীপ,দূরে সরে যাওয়ার রীতি,
বেপরোয়া হয়ে যাওয়ার রেওয়াজ,অবহেলার পরিষেবা।
যেখানে বিদ্যুতের তারের সংসার,কালো বাতাসে দম আঁটকে যাওয়ার প্রতিশ্রুতি।রঙ চটে যাওয়া রাজনীতির চিহ্নটুকু,পরিতক্ত গোপনীয়তার ছাতা মাথায় মধ্যবয়স।
ওরি মধ্যে কোনও একটা সরু গলির
মলিনা দেওয়ালের ওপারে
অতি অযত্নে বেড়ে ওঠা একটি চারা গাছ,
এই চারা গাছে ফুল আসে,সেই ফুল তুমি মাথায় লাগিয়ে
অনন্তকালের মতো বড় হৃদয়ে আমাকে শান্তির নিদ্রা দাও।।
।।রহিত ঘোষাল।।