অহেতুক সব মরা ঘাস
ক্ষুদ্র চোখ দিয়ে গুনতে যাই,
চুনের ভয়ংকর ঝাঁঝ,
করোটি সব খণ্ডিত,
রগরগে দৃশ্যের ভ্রম,
কিছু বাতিল মেয়েদের জীর্ণ
গলার স্বর, তিষ্ঠোয়,
বাকিরা সব মূর্ছা গেছে,
বন্যার পানি রাক্ষসী রূপে
কাচের গুঁড়ো হয়ে যায়
ছলোচ্ছল,
আর ইস্পাত থাকতে চাই না
হতে চাই তরল,
এইবারের এই পুষ্করিণী জন্ম,
কুণ্ডলিত শস্য রাখা মাঠ জন্ম,
কুমারী মেয়ের পেটে ভ্রূণ জন্ম।

পরের জন্মে ঝর্না হয়ে জন্ম নেব,
জন্ম নেব সুন্দরীর স্নানঘর হয়ে।।


।।রহিত ঘোষাল।।