বিচ্ছেদ ছুঁয়ে আছে নিঃসঙ্গ চিৎকার,
মৃত্যু জল একা ছটফট করে,
অবিরাম শরীর যেন গভীর রাতের ঘুঘুর খাঁচাহীনতা - প্রাক জোস্নায় অপেক্ষায়
ছিল পিছুডাকের, প্লাবন এই গ্লানির
গৃহস্থালি থেকে বিছানায় ভীষণ গাঢ়
শোধবোধ মাখায়, আমি যে তরুণীর
নিরীহ উষ্ণতা চাই সে শুধু আঘাত-
সে শুধু আঘাত দিয়ে দিয়ে
আমায় বেশরম করে, কবোষ্ণ করে।।
।।রহিত ঘোষাল।।