তিতো অভিজ্ঞতাকে আরো দীর্ঘ করি চলো,
আরো কচলে কচলে তিতো করি
আলো নদী, ছায়াচিহ্ন, প্রতীভাষ,
গুমসুম সব শাশ্বত নিঃশ্বাস,
জোঁকের মুখে, বাদুড়ের মুখে
জিপ গাড়ি তুলে দেই,
ওই যে শাহাপাড়া গ্রাম
স্নান করে উঠে এলো বিপন্ন হৃদয়
সেখানে খামখেয়াল ফুলের গয়না
হয়ে আছে তোমার শরীরে,
কুসুমের মধুতে যে ঘুমঘোর আছে
আর সেই ঘুমের ভেতরে
যে জন্মঅশ্রু সমর্পণ করা আছে
তার কথা ভেবে যাব,
চলো সাত সাগর তিক্ততা ছড়াই,
চলো সূর্যতারাতে তিতো
প্রতীকি অবহেলা ছড়াই ।।
।।রহিত ঘোষাল ।।