জীবনব্যাপী এই যে নাম বয়ে বেড়াই,
পৃষ্ঠা ভরা দ্বীন দুনিয়ার ভ্রষ্ট ফুঁ,
চোখের পলকে পলকে গোধূলিকন্যা
কাঁপছে,তাকে উল্টো স্রোতের বালুকণা
দিয়ে দাও, এই খণ্ড খণ্ড সংসার সমাজ,
আগামীর জীবদেহ অথবা অতীতের
অধিবাসীদের সুখ গল্প ,অলিন্দে,
এক একটা ট্রেনের কামরা বোঝাই
ছিন্নভিন্ন নানারকম বয়স
চূড়ায় উঠে আবার আনাজ তরকারির
মধ্যে তলিয়ে যায়।।
।।রহিত ঘোষাল।।