আবিল কামুক শরীর ঘাট থেকে
উঠে আসে, বগুনি রঙের মৃত্যু
প্রাচীন কসবার পাশে পাশে
কারুণিক আত্মজীবনী গোপন করে,
উচ্চাটন উড়কি ধান খেত থেকে
গারদ নাড়িয়ে দেয়,
দীপধারা গড়াগড়ি যায়
বিদীর্ণ সন্ধ্যাবেলায়,
শাহজাদি তার তালশাঁসের মতো
দেহ, কুবলয়ের মতো আত্মা
খুব সন্তর্পণে এক মরুযাত্রীকে
অর্পণ করে বদচনল এক
শুক্লা ত্রয়োদশীর রাতে