একটা লম্বা রাতের পর শুধু মনে পড়ে
কীভাবে একটি চেহারা বারবার ফিরে এসেছে
ঘুমহীন জানালায় জলের ফোঁটা হয়ে,
যে সমস্ত অস্থিরতা ভোরের আলো দেখে
পালিয়ে যায় না, তাদেরকে সামলে রাখি,
এই চূড়ান্ত আকর্ষণ জীবন থেকে
প্রায় মুছে যাচ্ছে,
একটি পবিত্র খঁঞ্জনা এসেছে এখন
এই অনারম্বর সময়ে একটু বেশিই
আসতে ঘুরতে থাকা ঘড়ির কাঁটা হয়ে।
আমি তাকে বলতে চাই
কতটা কঠিন একটা সিদ্ধান্তে পৌঁছানো,
এই সফেদ আসমানের কাছে
পাঁজরের হাড় বিক্রি করে
আলিঙ্গনাবদ্ধ হতে চাই
সেই কন্যার সাথে।।
।।রহিত ঘোষাল।।