ক্ষতযােনি বিধবার মতো চাঁদ উঠেছে আজকে,
লাউডগা সাপের মতো ঘাসজমির
মধ্যে দিয়ে পথ, বাঁশ বাগান,
রোম ওঠা জামা গায়ে বদখত
আমাদের পুরনো বাড়ি
সদর দরজা খুলে দাঁড়িয়ে থাকে,
অতীতের বৈশাখী বাতাস নিম্নভূমি হয়ে
প্রার্থনালয়ের চাতালে গঙ্গাস্নানের
পর ভিজে পোশাক খুলে ফেলে,
খোঁপা খুলে ফেলে,
পদাবলী থেকে সামান্য অনুকম্পা
শূন্যে
মিশে যায়।।
রহিত ঘোষাল