যে সকল কথা প্রতিধ্বনি হয়ে ফিরে আসে,
পদ্মদীঘিতে তাদের দাঁতেই বিষ,
রক্ত জলেই বিষয়তৃষ্ণা তাদের
এক হাতে পিদিম অন্য হাতে লৌহচূর্ণ,
ধূমাকীর্ণ চুল্লির সামনে দাঁড়িয়ে যখন শুনতে পাই শব কথা বলে ওঠে কানে কানে, শনশন সে উচ্চারণ বর্শাফলক,
পরচুলা চিতায় ছুড়ে মারি,
নাতিশীতোষ্ণ দাঁড়াশের মতো দহ,
শলাকা নির্ভর তাদের প্রজ্ঞাপন, স্বপ্নভ্রষ্ট নকশাকরা
নির্বিকার যে রাস্তা পড়ে আছে, সেখানেই দ্রুতগামী সব ধূসর প্রেতেদের ধনুক হাতে বিদ্রোহ ।।
-রহিত ঘোষাল