তোমাকে এইটুকু বলে যাই আজ এই অবেলায়;
শুষ্ক শরীর বেদেনীর ছইয়ে প্রাণস্পন্দন
পেয়েছিল যেদিন,সেদিন কৃত্রিম আলো ছিল না,
লবণ জলে ছিল শুধুই ব্যভিচার। সেই থেকে
তীব্র যন্ত্রণা সামলে রেখেছি,
রেখেছি কপাট বন্ধ করে,
মনন থেকে কৃষ্ণনীল বহতা নদী
ভাসিয়ে নিয়ে চলেছে রূপতৃষ্ণা।
যেসব কথা উহ্য রয়ে যায়
সেখানে মর্মরমূর্তি হাঁফ ধরা জীবনের
প্রতিচ্ছবি হয়ে সুখদুঃখাতীত।।
-রহিত ঘোষাল