সূর্য এবং চাঁদ আছে,
সমুদ্র ও বিস্তৃত মাঠ আছে,
আমাদের এই নশ্বর অবস্থার মধ্যে
আমাদের ভাগ্য আছে,
আমরা দারুণ ভাবে আছি,
আমরা সমস্ত মরণশীলরা মৃত্যুর কাছে
ভীষণ রকম দায়বদ্ধ,
যে বেঁচে নেই
সে হয়তো আগামীকাল থাকবে
অদৃশ্যভাবে একটি রহস্যের মতো
নশ্বর ভাবুনে।
বেঁচে থাকা বলে কিছু নেই, আছে শুধু বিপর্যয়



-রহিত ঘোষাল