যেখানে মাটির সং কথা বলে ওঠে
শুনতে ইচ্ছে করে তোমার
সেখানে খড়ো চাল থেকে জেগে ওঠে
অরূপরতন,
কা-গ্রাম আলো করে এসেছে দুগ্গা পিতিমের
মতো নতুন বউ, প্রাচীন বৃক্ষ তাকে আশীর্বাদ করে,
এক মুঠো পুকুর, জীবনের মতো খোলা প্রান্তর,
ধান কাটা মাঠ, মরা নদীর ফুৎকার
আর আদিভারসাম্য কৌতুহলে তুরীয় হয়েছে
সেখানে,
অতিরিক্ত ৷।
।।রহিত ঘোষাল।।