ভীষণ ঝরে আড়াল করছ আমায়
আঁচলের তলায় লুকিয়ে রাখছ আমাদের
গোপন করছ তোমার আমার ব্যক্তিগত কথা।
যতই জোরে হাওয়া বয়ে যাক কিংবা ঘূর্ণিঝড়
আমার গায়ে আঁচ লাগতে দেবে না তবু কিছুতেই তুমি।
তোমার শরীর কেটে ছড়ে যাক আমার দেহ অক্ষত থাক এই ভাবনায় বাস কর তুমি।
তোমার ঘাড়ে অন্য লোকের সংসার, বাসি বিছানা,
আমার জীবন জুড়ে ফুরফুরে মেজাজ,
প্রাণ উচ্ছল আমেজ খুঁজতে এসে
তোমার আমার পথের মোড়ে আলাপ-প্রলাপ গল্প আদান-প্রদান।
এখানেই এসে টেনে দিয়ে বেড়া কাঁটাতারের নয় ফুল বাগান।
আমি তো চাই নদীর মতো স্রোতের মতো ভেসে যাব পাহাড়ের পা ছুঁয়ে অজানা গ্রামের গাল ছুঁয়ে ছুঁয়ে।
তোমাকে তবু থাকতে হবে ঘরে।
শুধু মেঘ গর্জন শুনে বুঝে নিও আমার গম্ভীর অভিমান।
তোমার আমার মিলন প্রহেলিকা বা উজান।।
।।রহিত ঘোষাল।।
০৯/০৩/২০২০