তোমার তো জানুয়ারিতে বিয়ে ঠিক হয়ে গিয়েছিল,
বাগডাশটাকে ধরে ফেললে একটি অন্য মেয়ের সাথে ঘনিষ্ঠ অবস্থায়,কী ভীষণ অপমান করে তাড়িয়ে দিয়েছিল সেদিন সে,
তুমি এখনো তোমাদের ছবি আঁকড়ে বসে আছো,বইমেলাতে তোমাদের ছবি -ছায়ালেখা প্রেস,
দামি কফির দোকানে তোমাদের ছবি অকৈতব।
মহাভারতের গল্প বলা সুনন্দ,পাইক পাড়ায় যেখানে গান শিখতে যেতে -যাকে তুমি মামনি ডাকতে,ইন্দ্রের গাঁজার ছিলিম,তোমার অফিসের অসীম দা,জিপ সৈকতের বাংলা ঢোল -তোমাকে এখন
ঘিরে থাকে ।
আমির খসরু তোমার সাথে নেমে পড়েন বেলগাছিয়া মেট্রো স্টেশনে।।
।।রহিত ঘোষাল।।

২০২৩