দুপুর বেলার অভিনয় এনেছ
নিয়তির কাছ থেকে কেড়ে নিয়ে
আর সাঁঝবেলার কুঞ্জবনের প্রণয়
দুটো শরীরের মাঝে সেতু গড়ে দেয়

অতীতের এক নদী থেকে স্নান সেরে
প্রেমিকা আমার ধুলোবালি ঝেরে ফেলে
তার চোখ এখন সন্ধ্যাময়
তাতে চাঁদের আলো মূহ্যমান

জীবনের পথে প্রহরী বসাও
রাত্রির কাঁধে শিল্পীর লাশ
বেশ্যার ঘরে অস্ত্রহীন যেতে হয়
যদি আমার কাছে পরামর্শ নাও

মুখাপেক্ষী পাশাপাশি দিন গেছে আমাদের
স্বার্থ ছাড়াই থেকেছিলাম বিভোর
এসো আবার অস্বীকার করি ভ্রষ্ট ছিছিক্কার
এসো আবার অবিশ্বাস্য একটা ঘর বাঁধি


--রহিত ঘোষাল